• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

কিশোরগঞ্জে ভর্তুকি মূল্যে আধুনিক ধান কাটা ও মাড়াই মেশিন বিতরণ

  • ''
  • প্রকাশিত ১০ মে ২০২৪

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আজ বৃহস্পতিবার (৯ মে) বিকালে কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের পরিচালনা বাজেটের আওতায় কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা প্রদান কার্যক্রমের মাধ্যমে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়। ভর্তুকি মূল্যে মেশিন পাওয়া কৃষক হলেন নজরুল ইসলাম ও অহেদুল ইসলাম।

মেশিন দুটি বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজা। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, জেলা কৃষি প্রকৌশলী উজ্জ্বল কুমার কর, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ প্রমুখ।

বিতরণকৃত মেশিন দু’টির মূল্য প্রায় ৭০ লাখ টাকা। সরকারের পরিচালন বাজেটে কৃষি যন্ত্রপাতি সহায়তা কর্মসূচির আওতায় মেশিন দু’টি ৩৫ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও ধান বস্তায় ভরা যাবে। মেশিন পেয়ে কৃষক দুজন খুশি হয়েছেন বলে জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads